¡Sorpréndeme!

শীতের শুরুটা দর্শকদের সঙ্গে উপভোগ করতে ঢাকায় ফুয়াদ | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রেই থাকেন দেশের অন্যতম সেরা সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

বিশেষ প্রয়োজনেই কেবল দেশে আসেন তিনি।

এবার তেমনই বিশেষ একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসলেন ফুয়াদ।

২৬ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল ২-এ অনুষ্ঠিত হলো ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’।

বিশেষ এই কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ফুয়াদ।

স্কাই ট্র্যাকার’র আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে তার সঙ্গে আরও গাইবেন ডি’রকস্টার শুভ, তাশফি, লিঙ্কন, এলিটা, রাফা, আলিফ, তাপস, জোহান, কনা, আনিকা, ফাইরুজ ও জেফার।

কনসার্টের আয়োজক স্কাই ট্র্যাকার’র সিইও দোজা অ্যালান বলেন, ‘শীতের শুরুটা দর্শকদের সঙ্গে উপভোগ করতে আমাদের এবারের কনসার্ট।